বাংলাদেশ পোয়েটস ক্লাবের  জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পোয়েটস ক্লাবের  জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত ১৫তম জাতীয় সাহিত্য সম্মেলনে গত ২১ জুলাই রাজধানীর খামারবাড়ি গিয়াস উদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি আসলাম সানি, কবি অগ্নিশিখা (ভারত)। প্রধান বক্তা ছিলেন পোয়েটস ক্লাবের চীফ কো-অর্ডিনেটর শিহাব রিফাত আলম রূপম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পোয়েটস ক্লাবের নতুন দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান কবি অধ্যাপক ড. শহীদুল্লাহ আনসারী, পরিচালক সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, বিশিষ্ট কবি লেখক চিন্ময় চৌধুরী, বিশিষ্ট লেখক মেজর পলক রহমান, ঢাকা মহানগর সভাপতি কবি আব্দুর রাজ্জাক, ঢাকা জেলা সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, পরিচালক কবি এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আতা উল্লাহ খান আতা, গাঙচিলের মুখপাত্র খান আখতার হোসেন, জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ছাবের আহমেদ কাজী ছাব্বীর। 

নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি লায়ন সালেহ আহমদ ও ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কবি অমিতাভ চক্রবর্তীর যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ময়মনসিংহ সভাপতি কবি ড. জসিম উদ্দিন শেখ, চট্টগ্রাম জেলা সভাপতি কবি সুপ্রিয় কুমার বড়ুয়া, সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, ভারতীয় অতিথি কবি আজিজুর রহমান। 
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি কবিতা পাঠ করেন। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী মেজর পলক রহমান, শিল্পী লিজি আহমেদ, কন্ঠশিল্পী অঞ্জলি চৌধুরী, শিল্পী শাহানা সুলতানা লাকী, শিল্পী সাহিনুর আলম সরকার, শিল্পী তৃষ্ণা মার্টিনা ও ববি সরকার। 
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় সাহিত্য সম্মেলন পুরস্কার-২০২৩ স্টার এওয়ার্ড প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি