বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  পদে একেএম এহসানের পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  পদে একেএম এহসানের পদোন্নতি

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক একেএম এহসান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ বুধবার এক আদেশে তাঁকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে সংযুক্ত করেছে। একেএম এহসান রাজবাড়ী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি এমবিএ (ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কমার্স) ডিগ্রি অর্জন করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলজি মারা হতে ফরেনসিক একাউন্টিং কোর্স সম্পন্ন করেন। তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কর্মময় জীবনে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট ও বিআরপিডি তে দায়িত্ব পালন করেন। ২০২০ এর ২ জানুয়ারি মহাব্যবস্থাপক (নতুন পদনাম পরিচালক) পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয় ও সিলেট অফিসে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পানামা ও মরক্কো সফর করেন। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন একেএম এহসান । বিজ্ঞপ্তি