বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  পদে মোঃ সিরাজুল ইসলাম এর  পদোন্নতি লাভ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  পদে মোঃ সিরাজুল ইসলাম এর  পদোন্নতি লাভ

রয়েল ভিউ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ২৫ অক্টোবর ২০২৩ থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর ২৫ অক্টোবর ২০২৩ এর এইচআরডি-১:৪৫১/২০২৩ নম্বর  আদেশে তাঁকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি এবং প্রধান কার্যালয়ের বহাল রাখা হয়।

মোঃ সিরাজুল ইসলাম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আজইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম  আরশেদ আলী এবং মাতা আমেনা খাতুন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট হতে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অফ অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব

পালন করেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মহাব্যবস্থাপক ( নতুন পদ নাম পরিচালক) পদে পদোন্নতি পেয়ে সিলেট অফিসে বদলি হন। করোনাকালে দু'বছর সিলেট অফিসে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে সিলেট অফিসের কর্মকর্তা কর্মচারীদের মন জয় করেন। পরিচালক হিসেবে প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এবং সর্বশেষে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, তুরস্ক, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।