বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদের দুটি  স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কাল 

বাংলাদেশ-ভারত মৈত্রী সংসদের দুটি  স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কাল 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থ ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সিলেট থেকে সেই দুটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউট ও মুক্তাক্ষরের আয়োজনে এ অনুষ্ঠান হবে। 

প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী। অতিথির মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেটের নিরাজ কুমার জয়সওয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড. দেবব্রত রায়, সম্পাদক ড. মুজাহিদুর রহমান, ত্রিপুরার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। 

অনুষ্ঠানের ২য় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত থেকে আগত শিল্পীবৃন্দ আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন। তাছাড়া বাংলাদেশের শিল্পীরাও অংশগ্রহণ করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, ত্রিপুরা আগরতলার সুনন্দা দেবনাথ ও প্রিয়শ্রী কর পিউ। বিজ্ঞপ্তি