বাংলাদেশের অর্থনীতিকে মজবুত  করতে প্রশিক্ষণের বিকল্প নেই ----এডভোকেট নাসির উদ্দিন খান

বাংলাদেশের অর্থনীতিকে মজবুত  করতে প্রশিক্ষণের বিকল্প নেই ----এডভোকেট নাসির উদ্দিন খান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দূর করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতে ও নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজ লাগাতে হবে।

 
গত সোমবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৬ ও ১৭তম বেসিক কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মোঃ সোয়েব আহমদ। উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান ফরহাদ হোসেন সাজু, ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুয়েব আহমদ লকুছ।  


হলি আর্টের ডেভেলপার সুফিয়ান জালালী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহ সভাপতি নারী উদ্যোক্তা ছালেহা বেগম, রুবেল আহমদ রফিক, সাব্বির আহমদ রাজু, অফিস সহকারী মুন্নি বেগম, এমরান আহমদ, রুমান আহমদ, রাজিন আহমদ, ইমন আহমদ প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কম্পিউটার শিক্ষার্থী জাবেদ আহমদ।-বিজ্ঞপ্তি