বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার কান্দিগাঁও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গঠনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ‘বাল্যবিবাহ মুক্ত সিলেট’ এই ঘোষণাকে আরো বেগবান করতে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ রোববার চুক্তিনামা সম্পাদন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি শিশু স্বাস্থ্যের জন্য হুমকী ও মানবাধিকারের লংঘন। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। ঠেকসই উন্নয়নের লক্ষে বর্তমান সরকার বাল্যবিবাহ নির্মূলে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় কান্দিগাঁও ইউনিয়নে বাল্য বিবাহের কুফল এবং বাল্যবিবাহ নিরোধ আইনের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়ার কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং বলেন, ওয়ার্ল্ড ভিশন এই এলাকার হত-দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, শিশু সুরক্ষা ও জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করছে। স্মারকনামা চুক্তি কান্দিগাঁওকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউপি সদস্য ইউসুফ আলী, সাবাজ আহমদ, কাচা মিয়া, খুশতেরা বেগম, জেবি আক্তার ও রুমা বেগম, জাঙ্গাইল গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দিলু মিয়া, কমিটির সদস্য আমিরুল হক, নার্গিস আক্তার, শিরি আক্তার, ওয়ার্ল্ড ভিশন’র মণিটরিং অফিসার তপন কুমার সাহা, প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহীদ আহমদ।