বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত  সাংবাদিকদের পাশে  শফিক চৌধুরী

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত  সাংবাদিকদের পাশে  শফিক চৌধুরী

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : একমাসের মধ্যে ফের বন্যায় প্লাবিত বিশ্বনাথ উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ান। মতবিনিময় সভায় শফিক চৌধুরী বলেন, সকল দূর্যোগকালীন সময়ে সাংবাদিকরাই সবার আগে মানবতার কল্যাণে এগিয়ে আসেন।

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কলমের মাধ্যমে দুর্গত মানুষের কথা সমাজের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর সিলেট পরিদর্শন করে গেছেন। তিনি নিজ মুখে সিলেটের সকল বন্যার্তদের পাশে থাকার কথাও বলে গেছেন। দূর্যোগকালীন সময়ে মানুষের সহযোগিতায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আসাদুজ্জামান, ইরন মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য এমদাদ হোসেন, সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ছোট ভাই ফিরোজ খান, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য রাজু খান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জেলা শ্রমিক লীগের সদস্য শংকর দাশ শংকু, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ।