বিশ্বব্যাংকের ঋণের  কিস্তিতে রিজার্ভে উন্নতি

বিশ্বব্যাংকের ঋণের  কিস্তিতে রিজার্ভে উন্নতি

রয়েল ভিউ ডেস্ক: বাজেটে সহায়তার জন্য বিশ্বব্যাংকের ঋণের কিস্তি বাবদ ৫০৭ মিলিয়ন ডলার এসেছে। যা মঙ্গলবার সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে। এতে বুধবার দিন শেষে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আর তার আগের দিন রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
সেই পরিমাণের সঙ্গে মঙ্গলবার ঋণের কিস্তি যোগ হয়েছে এবং বাংলাদেশে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ ডলার পরিশোধ করেছে। 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মেজবাউল হক জানান, ঋণদাতা সংস্থাগুলো থেকে ঋণ চেয়েছিলাম। এরই মধ্যে বিশ্বব্যাংকের একটি কিস্তি আমাদের রিজার্ভে যোগ হয়েছে। আবার কিছু খাতে ডলারের খরচ হয়েছে। এতে বুধবার দিন শেষে যোগবিয়োগের মাধ্যমে রিজার্ভ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আরও কয়েকটা সংস্থা থেকে খুব শিগগিরই ঋণের কিস্তি পাওয়া যাবে। আর আগামী প্রায় দুই মাসে বড় ধরনের ডলার ব্যয়ের খাত নেই। সব মিলে আশা করা যায়, আগামী জুনের মধ্যে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

জানা গেছে, দেশের মধ্যে বেশ আগেই ডলার সংকট শুরু হয়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির পরই এ সংকটে পড়ে দেশ। যদিও বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে। বিলাসী আমদানিতেও কড়াকড়ি আরোপ করা হয়। তবুও রিজার্ভের ওপর চাপ কমছে না। আমদানি বিল পরিশোধে প্রতিনিয়তই রিজার্ভ থেকে ডলার ছাড় করতে হচ্ছে। এতে চাপ কমার পরিবর্তে আরও বাড়ছে।