বিশ্বম্ভরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুরে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ প্রাঙ্গনে বিশাল প্যান্ডেলে সকালে ফিতা কেটে বিশ্বম্ভরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল  ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষার আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, জনগণের হাতের মুঠোয় সেবা পৌছে দেওয়ার প্রক্রিয়া বিষয়ক সেমিনার, বিভিন্ন অফিস/বিভাগ/সংস্থাকর্তৃক প্রকল্প উপস্থাপন, মূল্যায়ণ, বিজ্ঞান অলিম্পিয়াড উপস্থাপন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান এবং উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে তৃণমুল পর্যায়ে শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগীতা হয়। 

আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি), শিল্পী রাণী মোদক এর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক মো: নুরুল আলম সিদ্দিকি প্রমুখ।