বিশ্বম্ভরপুর থানায় আসন্ন দুর্গাপূজাকে  সামনে রেখে মতবিনিময় সভা 

বিশ্বম্ভরপুর থানায় আসন্ন দুর্গাপূজাকে  সামনে রেখে মতবিনিময় সভা 

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুর থানায় আসন্ন শারর্দীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে আইনশৃংঙ্খলা সংক্রান্ত বিষয়ে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্বম্ভরপুর থানায় মিলনায়তনে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন। 
এসআই মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পদক মো. আব্দুল কাদির, ইউপি চেয়ারম্যান মো. সুহেল আহমদ ও মো. মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সাবেক উপজেলা ছাত্রীলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, ইউপি সদস্য হেনু মিয়া ও স্বপন পাল, পূজা মন্দির কমিটির পক্ষে সুব্রত মৈত্র, সুকেশ পাল, ধনঞ্জয় হাজং, চমকপদ চৌধুরী, মন মোহন দাশ প্রমুখ। 
বিশ্বম্ভরপুর উপজেলায় এ বছর সার্বজনীন ২৯টি ও পারিবারিক ১টি সহ মোট ৩০টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।