বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ  দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।  সোমবার (১৩ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

গভর্নেন্স ইউনিভিশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম  জাদিদের সভাপতিত্বে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রোগ্রাম অফিসার ইমরান হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন।।

উপজেলা নির্বাহি অফিসার সাদিউর রহিম জাদিদ সভাপতির স্বাগত বক্তব্যে  প্রধানমন্ত্রীর বিষেশ দশটি উদ্যোগ  যেমন ১, নারীর ক্ষমতায়ন,২,  আশ্রয়ন, ৩,শিক্ষা সহায়তা,৪, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ৫, ডিজিটাল বাংলাদেশ,৬, পল্লী সঞ্চয় ব্যাংক,৭,  সামাজিক নিরাপত্তা  কর্মসূচি, ৮,পরিবেশ সুরক্ষা, ৯,বিনিয়োগ বিকাশ, ১০,সবার জন্য বিদ্যুৎ ,, প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। উদ্যোগগুলো বাস্তবায়নে সুপারিশও সমস্যাগুলো সমাধানের  উপায় চিহ্নিতকরণের লক্ষ্যে  বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়।  কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রেস ক্লাব প্রতিনিধি, এনজিও, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংখ্যালঘু গোষ্ঠী সম্প্রদায়,সহ  মোট ৫০ জন প্রতিনিধি প্রস্তাব ও সমস্যা সমাধানে  মতামত ব্যক্ত করেন।