বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা  সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা  সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বম্ভরপুরে মে মাসের মাসিক আইনশৃঙ্খলা সভায়  বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। 
সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ জানান, ইদানীং উপজেলার বিভিন্ন এলাকায় ইভটিজিং বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জনপ্রতিনিধিদের আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান। 

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, মো. সোহেল আহমদ, মো. মিলন মিয়া ও নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, এনএসআই  প্রতিনিধি মো. আমানুল্লাহ, বিজেপি প্রতিনিধি মফিজ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর রোডে অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায়, উপজেলা সদরের পার্শ্ববর্তী  কাইলাকান্দি (মুছি বাড়ী) গ্রামে দেশি মদ তৈরি ও বিক্রির ফলে পার্শ্ববর্তী এলাকায় মাদক সেবন বৃদ্ধি, উপজেলার সর্বত্র অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ ড্রাইভার ইজিবাইক চালানোর ফলে দুর্ঘটনা বাড়ছে, গরু চুরি বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। এব্যাপারে প্রশাসনিক নজরদারী বৃদ্ধির আহ্বান জানান।