বিশ্বায়নের যুগে  টিকে  থাকতে  হলে নিজেকে তৈরি করতে হবে-- অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান 

বিশ্বায়নের যুগে  টিকে  থাকতে  হলে নিজেকে তৈরি করতে হবে-- অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান 

ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান বলেছেন বিশ্বায়নের  এই যুগে টিকে থাকা, এগিয়ে থাকার জন্যে নিজেকে তৈরি করতে হবে। আমাদের যুবসমাজ, ছাত্র-ছাত্রীরা এখন সেই চ্যালেঞ্জ নিচ্ছে। ইংলিশ স্পোকেন কোর্স, আইইএলটিএস কোর্স করার জোর তাগিদ সেই চ্যালেঞ্জের অংশ। ফেঞ্চুগঞ্জের টিইসি গ্লোবাল একাডেমির প্রথম বর্ষপূর্তি আমাদেরকে আশাবাদী করেছে। 

ফেঞ্চুগঞ্জে টি.ই.সি গ্লোবাল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী,  গুনিজন সংবর্ধনা এবং সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন। 
 গত ৯ই অক্টোবর,  স্থানীয় এমএসসি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। টি.ই.সির পরিচালক আজিম হোসেনের সভাপতিত্বে এবং  জহিরুল ইসলামের পরিচালনায় এতে 

প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল জলিল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি   জনাব রিযাজ উদ্দিন ইসকা,  শিক্ষক জনাব মাহবুবুল আলম, জনাব হাবিবুর রহমান প্রমুখ। 
বক্তব্য রাখেন একাডেমির প্রশিক্ষক কাজী কনক ইসলাম,  আবহ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জনাব তোফায়েল তরফদার শুভ প্রমুখ।