বুস্টার ডোজ নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি খালেদা জিয়ার

বুস্টার ডোজ নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি খালেদা জিয়ার

রয়েল ভিউ ডেস্ক:
করোনা টিকার বুস্টার ডোজ নেয়ার পর সুস্থ আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন, গতকাল বুস্টার ডোজ নেয়ার পর রাত পর্যন্ত খালেদা জিয়ার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি ভালো আছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল রাত পর্যন্ত ম্যাডাম ভালো ছিলেন। সকালে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে কি না, আমার জানা নেই।

একই কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, রাতে ম্যাডাম ভালো ছিলেন। সকালে এখনও আমি খোঁজ নেইনি।

গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রথম ডোজ নেয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ম্যাডাম করোনা আক্রান্ত হওয়ার পর ভালো আছেন। কিন্তু করোনা টিকা নেয়ার কারণে জ্বর এসেছে, এটা স্বাভাবিক।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া গতকাল বুধবার টিকার বুস্টার ডোজ নেন। এর আগে, গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ, ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন তিনি। গত ১১ এপ্রিল খালেদা জিয়াসহ তার ব্যক্তিগত স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন ৫৪ দিন খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।