বিসিবি’র পচিালক শেখ সোহেলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে ‘বিব্রত’ সিলেটের ক্রীড়াঙ্গণ

বিসিবি’র পচিালক শেখ সোহেলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে ‘বিব্রত’ সিলেটের ক্রীড়াঙ্গণ

স্পোর্টস ডেস্ক :

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল। শৃঙ্খলা কমিটির প্রধান হয়েও ঔদ্ধত্যপূর্ণ আচরণে এবার নিজেই বিতর্কের জন্ম দিলেন তিনি। সোমবার সিলেট পর্বের প্রথম দিনেই শেখ সোহেলের এমন আচরণে বিব্রত বোধ করছেন ক্রীড়া সংগঠকসহ বিপিএল সিলেট পর্বের স্থানীয় দায়িত্বশীলরা। পাশfপাশি দীর্ঘদিন ধরে চলা ‘সিলেট বিদ্বেষী মনোভাব’ এবার সামনে এসেছে বলেও অভিযোগ ওঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল জানান, সোমবার রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে অতিথি আসা নিয়ে হঠাৎ করেই চিৎকার করে ওঠেন শেখ সোহেল। সেসময় দায়িত্বশীলরা তার কাছে গেলে তিনি তাদের সাথে যাচ্ছেতাই আচরণ করেন। কারণ হিসেবে তিনি প্রেসিডেন্ট বক্সে ‘অতিরিক্ত’ অতিথি আসার ঘটনা উল্লেখ করেন।

ঐ দায়িত্বশীল জানান, প্রেসিডেন্ট বক্সে অতিরিক্ত নিয়ম বহির্ভূত কোন অতিথি ঢুকেননি। তারপরও তিনি চিৎকার করে ওঠেন। প্রেসিডেন্ট বক্সে এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সোয়ালসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তার এমন আচরণে সম্মানিত অতিথিরা বিব্রত বোধ করেন। এমন আচরণে কয়েকজন অতিথি প্রেসিডেন্ট বক্স ত্যাগ করেন। এতে করে বিপিএল এর পাশপাশি সিলেটের সম্মানেও আঘাত লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্রিকেটে সিলেট বিদ্বেষী মনোভাব চলে আসছে। এতোদিন তা অদৃশ্য থাকলেও সোমবারের ঘটনাটি এমন অভিযোগের তীর প্রকাশ্যেই এনেছে। নাম প্রকাশ না করারন শর্তে অনেকেই জানান, বিসিবি’তে শেখ সোহেল খুলনার প্রতিনিধিত্ব করছেন। খুলনাসহ দেশের অন্যান্য স্থানে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বড় কোন আসর অনুপস্থিত। বিপরীতে গেল ক’বছর ধরে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বসছে ক্রিকেটের নিয়মিত বড়-ছোট আসর। সিলেটে রয়েছে দেশের সবচেয়ে নান্দনিক স্টেডিয়াম। পাশপাশি হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আরেকটি গ্রাউন্ড। ক্রিকেটে সিলেটের এমন দৃশ্যে গাত্রদাহ হচ্ছে অনেকেরই।