বাসভাড়া বাড়ায় সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে বেড়েছে ট্রেনে যাত্রী চাপ

বাসভাড়া বাড়ায় সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে বেড়েছে ট্রেনে যাত্রী চাপ

রয়েল ভিউ ডেস্ক:
বাসভাড়া বেড়ে যাওয়ায় সিলেটে বেড়েছে রেলের কদর। সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে রেলপথে যাতায়াতে মানুষের আগ্রহ বাড়লেও আসন সংকট প্রকট। এমনকি স্ট্যাডিং টিকেটও পাচ্ছেন না যাত্রীরা। 

সিলেট-ঢাকা রুটে ৪টি এবং সিলেট চট্টগ্রাম রুটে সপ্তাহে ছয়দিন দুটি রেল চলাচল করে। ভিড় বেড়েছে লোকাল ট্রেনেরও। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বিভিন্ন গণপরিবহনে ভাড়া বাড়লেও রেলে এখনও আগের ভাড়াই কার্যকর আছে।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বিভিন্ন গণপরিবহনে ভাড়া বাড়লেও রেলে এখনো আগের ভাড়াই কার্যকর আছে।

জ্বালানী তেলের আকস্মিক মূল্যবৃদ্ধি বহুমুখি প্রভাব ফেলেছে সিলেটের জনজীবনে। সিলেটে বেড়েছে সব রুটের বাসভাড়া। স্থানীয়ভাবে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ না হওয়ায় ইচ্ছেমতো ভাড়া আদায় অব্যাহত আছে। সিলেট-ঢাকা রুটে বাসভাড়া বেড়েছে ১৩০ টাকা।

এদিকে ভাড়া বাড়ায় বিভিন্ন রুটে যাত্রী সংকট দেখা দিয়েছে। বেশি ভাড়া নিয়েও খরচের টাকা ওঠবে না বলে দাবি করেন পরিবহণ শ্রমিকরা। তবে তেলের আকস্মিক মূল্য বৃদ্ধিতে বেকায়দায় পড়া মানুষ তেলের দাম পুনর্বিবেচনারও দাবি জানান।

গত শুক্রবার রাত ১২টার পর থেকে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের পর সিলেটে কমে গেছে বাস চলাচল।