বৃহত্তর জৈন্তার গুণীজন সংবর্ধিত সহযোগিতা ও আন্তরিকতা  চিরকাল অটুট থাকবে

বৃহত্তর জৈন্তার গুণীজন সংবর্ধিত সহযোগিতা ও আন্তরিকতা  চিরকাল অটুট থাকবে

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত ‘বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ’ ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ এর উদ্যোগে বৃহত্তর জৈন্তিয়ার গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট শহরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনার সমন্বয় কমিটির সভাপতি ও নিজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর সভাপতি লাল মোহন দেব। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছেন বৃহত্তর জৈন্তিয়ার অসংখ্য কৃতি সন্তান। এসব সূর্য সন্তানের জন্য বৃহত্তর জৈন্তাবাসী গর্বিত। আমাদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা চিরদিন অটুট থাকবে। বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে সকলে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সিনিয়র যুগ্ন সম্পাদক আহমেদ মোস্তাকিন ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রনথ কান্ত দেব এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নেছার আহমদ জামাল। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথির মধ্যে ফারুক আহমদ, আব্দুল লতিফ, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আল আসলাম মুমিন। বক্তব্য রাখেন এডভোকেট আলতাফ হোসেন, মাস্টার নজরুল ইসলাম, এডভোকেট ছয়ফুল হক, জালাল উদ্দিন, নাজমুল হক রোমেন, এডভোকেট আলী আসগর সেলিম, আলী আকবর, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বেলাল, সাংবাদিক মনজুর আহমদ, এডভোকেট বদিউল আলম লিটন, এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,  হানিফ উদ্দিন, ছাত্র পরিষদের সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।