চান্দগ্রাম যুব সমাজের উদ্যোগে

বড়লেখার চান্দগ্রামে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যায় মুগ্ধতা ছড়ালেন ক্বারি-শিল্পীরা

বড়লেখার চান্দগ্রামে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যায় মুগ্ধতা ছড়ালেন ক্বারি-শিল্পীরা

রয়েল ভিউ ডেস্ক :
মৌলভীবাজারের বড়লেখায় মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত ও ইসলামী নাশিদ পরিবেশন করে দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়েছেন জনপ্রিয় ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীরা।

মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে গত রোববার রাতে উপজেলার চান্দগ্রাম বাজার গ্যালারী প্রাঙ্গণে ক্বেরাত ও ইসলামি গজল সন্ধ্যার আয়োজন করে যুবসমাজ চান্দগ্রাম।

এতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। ইসলামী নাশিদ পরিবেশন করেন সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, গীতিকার ও সুরকার আহমদ আব্দুল্লাহ, সবুজ কুড়ি লিল্পী গোষ্ঠির নির্বাহী পরিচালক মামুনুর রশীদ মামুন ও সদস্য মনজুর আহমদ, কলরবের শিল্পী ওমর ফারুক।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নিজবাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, যুক্তরাজ্য প্রবাসী হাফিজ খয়রুল ইসলাম, সুনাম উদ্দিন, সরওয়ার উদ্দিন, মাহতাব উদ্দিন, মাওলানা আলী হোসেন, আবু বক্কর সিদ্দিক, কামাল উদ্দিন, তারেক আহমদ সুমন ও মুহিবুস সামাদ সাবু, স্পেন প্রবাসী রমিজুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ উদ্দিন, ফখরুল ইসলাম, মাওলানা সেলিম উদ্দিন, হারুন রশিদ, যুবসমাজ চান্দগ্রামের সদস্য সাইফুল ইসলাম, রিপন আহমদ, সাহেদ আহমদ, বিলাল আহমদ, মেহরাব হোসেন, রেদওয়ান আহমদ, এমরুল হাসান, সফি, সিদ্দিক, মাহি, সাফি, নাহিদ, শান্ত ও লিটন প্রমুখ।