বড়লেখায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

বড়লেখায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

রয়েল ভিউ ডেস্ক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগের মনোনীত এক প্রার্থীসহ ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার (০৪ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়ন বাতিল হওয়া তিন চেয়ারম্যান প্রার্থী হলেন, উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক, বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল মুহিত ও তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) সুনাম উদ্দিন।

মনোনয়ন বাতিল হওয়া সদস্য প্রার্থীরা হলেন, বড়লেখা সদরে ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বদরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ফয়জুর রহমান ও ফরহাদ হোসেন দুলাল, দক্ষিণ উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আহাদ এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী তাসনিমা আক্তার।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারণে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। গত ২ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।