বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

বিয়ানীবাজার (সিলেট) থেকে সংবাদদাতা : বিয়ানীবাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক স্কুল ছাত্র নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টায় কাকরদিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

নিহত মোটরসাইকেল আরোহীর নাম জাবের আহমদ (১৬)। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও উপজেলার শেওলা ইউনিয়নের দক্ষিণভাগ (নেরাউদ্দিন) গ্রামের মৃত এনাম মিয়ার পুত্র। আহত আরিফ আহমদ (১৭) মেওয়া এলাকার নজরুল ইসলামের পুত্র। ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া এলাকার কুশিয়ারা ব্রিকস লিমিটেডের ২০০ গজ দূরে বেলা দেড়টায় বিয়ানীবাজারগামী একটি ট্রাক (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (রেজিস্ট্রেশন বিহীন) মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাবের আহমদকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং ট্রাক জব্দ করে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। 
জানা যায়, নিহত স্কুল ছাত্র জাবের বাবা-মায়ের একমাত্র সন্তান। মাত্র ৪০ দিন পূর্বে জটিল রোগে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। পুত্র শোকে বার বার মুর্ছা যাচ্ছেন মা। 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, দুর্ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে গেছে। ইতিমধ্যে লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালককে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। 
তিনি আরো জানান, নিহতের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।