বিয়ানীবাজারে শহীদ এম মনোহর আলীর  ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বিয়ানীবাজারে শহীদ এম মনোহর আলীর  ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এম. মনোহর আলীর ৫২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের রজব পশ্চিমপাড় জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ এম. মনোহর আলী ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করে। সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদপুত্র এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও রজব সোনালী যুব সংঘের সভাপতি বেলাল আহমদের পরিচালনায় মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, মুফতি আব্দুল জলিল। 

এছাড়া উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য মো. খসরুল হক, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মো. আলতাফ হোসেন, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম, সংগঠনের ট্রাস্টি নজরুল ইসলাম মৌলা, ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নোমান আহমদ ও পলাশ আফজাল, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আব্দুল হান্নান, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সহ সভাপতি বিবেকানন্দ দাশ বিবেক, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাহেল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুষার ভট্টাচার্য্য, সমাজসেবক নজরুল ইসলাম, শিক্ষানুরাগী উবায়দুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা মো. কলিম উদ্দিন প্রমুখ।  ইফতার পূর্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা এম. মনোহর আলীর রূহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন রজব পশ্চিমপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মাহতাবুর রহমান।