বিয়ের পিঁড়িতে বসা হলো না আয়শার

বিয়ের পিঁড়িতে বসা হলো না আয়শার

রয়েল ভিউ রিপোর্ট:

আগামীকাল বুধবার (১৩ জুলাই) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল  কমলগঞ্জের ছতিয়া গ্রামের মৃত আজাদ মিয়ার কন্যা আয়শা আক্তার (১৮) এর। কিন্তু বিয়ের আগের দিন লাশ বহনকারী খাটিয়ায় উঠতে হলো তাকে। বর প্রতিবেশী মৃত কদ্দুস মিয়ার ছেলে সালাউদ্দিন সুমন। সে পেশায় কভার্ডভ্যান চালক। মঙ্গলবার রাতে হওয়ার কথা ছিলো গায়ে হলুদ। ইতিমধ্যেই বিয়ের কার্ড ছেপে দাওয়াত দেওয়া হয়েছে স্বজন প্রতিবেশীদের। তার আগেই লাশ হলো আয়েশা আক্তার নামের এই তরুণী। গরুর ধান খাওয়ার ঘটনায় তাকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী সিরাজ মিয়া ও তার ভাই স্বজনরা। ঈদের আগের দিন শনিবার দুপুরে হামলার এ ঘটনা ঘটে। ঈদের একদিন পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে স্থানীয় আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী। মৃত্যুর এ সংবাদ মঙ্গলবার সকালে বাড়িতে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

জানা গেছে, ছতিয়া গ্রামের মৃত আজাদ মিয়ার দুই ছেলে-মেয়ের মধ্যে আয়শা আক্তার দ্বিতীয়। কিছুদিন আগে তাকে বিয়ের প্রস্তাব দেয় একই গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া। বিয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দেন আয়শার পরিবার ও তার চাচা নওশাদ মিয়া। পরে গত ১ জুলাই প্রতিবেশী সালাউদ্দিন সুমনের সাথে তার বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল বুধবার (১৩ জুলাই)।

এদিকে রিয়াজের সাথে আয়শার বিয়ে না মেনে সুমনের সাথে বিয়ে ঠিক করায় আয়শার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল রিয়াজের পরিবার। গত বৃহস্পতিবার (৭ জুলাই) আয়শার চাচা নওশাদ মিয়া স্থানীয় ভানুগাছ বাজার থেকে কোরবানির জন্য গরু কেনেন। শনিবার দুপুরে খুঁটিতে রশি দিয়ে বাঁধা গরুটি ছুটে গিয়ে প্রতিবেশী রিয়াজের ভাইয়ের ধান খায়। এ নিয়ে নওশাদের পরিবারের সাথে কথা কাটাকাটি শুরু হলে এগিয়ে আসেন আয়শা। একপর্যায়ে ক্ষিপ্ত সিরাজ, সামাদ ও রিয়াজ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলাকারীরা আয়শাসহ নওশাদের পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করে। হামলায় উভয়পক্ষের ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে আয়শা আক্তারসহ ৪ নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের জন্য বলেন।

অতিরিক্ত রক্তক্ষরণে আয়শার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়শা।

হামলার ঘটনায় গট রোববার (১০ জুলাই) দুপুরে নওশাদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ওইদিন রাতেই মামলার দুই আসামি সামাদ ও সিরাজকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।