বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার  প্রাক-বাছাই ৩০ ও ৩১ আগস্ট 

বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার  প্রাক-বাছাই ৩০ ও ৩১ আগস্ট 

রয়েল ভিউ ডেস্ক ঃ সিলেট জেলায় ২০২৩-২৪ ক্রিকেট মৌসুমের তৃণমূল পর্যায়ে বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৮) ক্রিকেট প্রতিযোগিতার প্রাক-বাছাই আগামী ৩০ আগস্ট বুধবার থেকে শুরু হচ্ছে। বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ এর প্রাক-বাছাই আগামী ৩০ আগস্ট বুধবার সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ এর প্রাক-বাছাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং অনূর্ধ্ব-১৮ এর প্রাক-বাছাই এই মাঠে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। আগ্রহী ক্রিকেট খেলোয়াড়দেরকে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও খেলার সরঞ্জামাদিসহ স্বশরীরে উপস্থিত হয়ে বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট

কোচ মোঃ রানা মিয়া এর নিকট রিপোর্ট করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী। অনূর্ধ্ব-১৪ এর খেলোয়াড়দেরকে ডিজিটাল জন্মনিবন্ধন, পিএসসি/জেএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট এবং প্রযোজ্যক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট এর ছায়ালিপি ও মূলকপি এবং অনূর্ধ্ব-১৬ ও ১৮ এর খেলোয়াড়দের ডিজিটাল জন্মনিবন্ধন, পিএসসি/জেএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট এবং প্রযোজ্যক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট এর ছায়ালিপি ও মূলকপি আনতে বলা হয়েছে। উল্লেখ্য, বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ এর ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০০৯ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী, অনূর্ধ্ব-১৬ এর ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী এবং অনূর্ধ্ব-১৮ এর ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০০৫ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারীরা খেলোয়াড় হতে হবে।