ভোট দেয়া না দেয়ার জের: জগন্নাথপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ : গ্রেফতার ১৪

ভোট দেয়া না দেয়ার জের: জগন্নাথপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ : গ্রেফতার ১৪

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁরা হলেন আশ্বাদ মিয়া (২২), জাকিরুল মিয়া (১৮), জায়েদ মিয়া (৩৩), শানুর মিয়া (৭০), মাসুম আহমদ (৩৫) ও হুমায়ুন আহমদ (২২)। 
অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কবিরপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী আহমেদ আলীর সাথে একই গ্রামের ইন্তাজ আলীর লোকজনের মধ্যে গত রোববার ফলাফল ঘোষণার পর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। যার জের ধরে গতকাল সোমবার সকালে দুপক্ষের লোকজন সংষর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে ৫০ জন আহত হন। তার মধ্যে ছয় জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
কবিরপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী আহমেদ আলীর ভাই মাহমুদ আলী জানান, নির্বাচনে আমার ভাই অল্প ভোটে পরাজিত হওয়ার পর আমাদের লোকজনের সামনে বিদ্রুপাত্মক মন্তব্য করেন ইন্তাজ আলীর লোকজন। এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হলে গতকাল সোমবার সকালে বিষয়টি সালিসে নিস্পত্তির সিদ্ধান্ত নেন এলাকার গন্যমান্য ব্যক্তিরা। এরপরও আমাদের বাড়িতে হামলা চালানো হয়।
অপর দিকে ইন্তাজ আলী জানান, ভোট না দেয়ায় আহমেদ আলীর লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ উভয়পক্ষের ১৪ জনকে আটক করেছে।