ভারতে মহানবীকে নিয়ে কটুক্তি: মৌলভীবাজারে আলেমদের বিক্ষোভ

ভারতে মহানবীকে নিয়ে কটুক্তি: মৌলভীবাজারে আলেমদের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দলটির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দালের আপত্তিকর মন্তব্য ও অশালিন কটুক্তির প্রতিবাদে সোমবার দুপুরে মৌলভীবাজারে উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্টিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আলীম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান। বিক্ষোভকারীরা প্রভব বৃষ্টি অপেক্ষা করে শহর প্রদিক্ষণ করে।

বরুনার পীর মুফতি মাওলানা রশীদুর রহমান ফারুক এর সভাপতিত্বে ও শহরের দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মুফতি জিয়া উদ্দিন ইউসুফ, তাবলীগ জামাতের মুরব্বী শেখ আব্দুর রহিম,বরুনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাইফুর রহমান, মাওলানা সাইফুর রহমান ফয়সল, হাফিজ আজমানসহ জেলার বিভিন্ন কওমী মাদ্রাসার শীর্ষ পর্যায়ের আলেমরা। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকা থেকে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দেয়ায় কারনে সাধারন জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিক্ষোদ্ধ মুসল্লীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। পুলিশ অভিযুক্ত যুবক মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং কে আটক করে।