ভারতের জম্মু-কাশ্মীরে ৫ সন্ত্রাসীকে হত্যার দাবি

ভারতের  জম্মু-কাশ্মীরে ৫ সন্ত্রাসীকে হত্যার দাবি


জম্মু-কাশ্মীরের কুপওয়ারে অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ আজ শুক্রবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের কাছে জুমাগান্দে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রথমে দেশটির সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এরপরেই সন্ত্রাসীদের বিরুদ্ধে এনকাউন্টার শুরু হয়। 

কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) বিজয় কুমার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, অভিযানে পাঁচজন বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এলাকাটিতে তল্লাশি অভিযান চলছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে সেনাবাহিনী এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। দেশটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত লাইন অব কন্ট্রোলজুড়ে বড় ধরনের ১০টি অনুপ্রবেশের ঘটনা নস্যাৎ করে দিয়েছে।