ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিজা, রসমেলাসহ চার প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিজা, রসমেলাসহ চার প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

রয়েল ভিউ ডেস্ক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলেট নগরীর চার প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআইর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিএসটিআই  সিলেট বিভাগীয় অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর মধ্যে গোটাটিকর শিল্পনগরীতে মেসার্স ফিজা এন্ড কোং প্রা: লিমিটেডকে মোড়কনিবন্ধন এবং (সিএম) সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, মোড়কনিবন্ধন সনদ না থাকায় গোটাটিকর শিল্পনগরীর রসমেলা ফুড প্রোডাক্টসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে কদমতলীর ১০৪ স্বর্ণশিখার বঙ্গ বেকার্স লিমিটেডকে মোড়কনিবন্ধন সনদ না থাকায় ৪ লাখ টাকা এবং পাঠানপাড়া খানবাড়ি এলাকার খান পিভিসি পাইপ ফ্যাক্টরীকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। এছাড়া, বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের সহকারী  পরিচালক (মেট) প্রকৌশলী রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ  মিয়াসহ র‌্যাব-৯ এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে অংশগ্রহণ করেন।