‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’র ত্রাণ বিতরণ

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ আজ বিপর্যস্ত: ডা. স্বপ্নীল

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ আজ বিপর্যস্ত: ডা. স্বপ্নীল

রয়েল ভিউ ডেস্ক:
হুমায়ুন রশীদ স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ আজ বিপর্যস্ত। অনেক এলাকায় মানুষের দুর্গতি ভাবনার বাইরে। এ দুঃসময়ে বানভাসি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কোন বিকল্প নেই।

আজ শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের মিরেরগাঁওয়ে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ এর উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি বলেন, সিলেটের কৃতি সন্তান প্রয়াত স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দেশ তথা সিলেটের মানুষের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে সর্বদা কাজ করেছেন। আলোকিত এই মহান ব্যক্তিকে স্মরণ করে রাখতে গঠিত হয় ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন। তাঁর স্মৃতিতে গঠিত এই সংগঠন আপনাদের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে এবং সবার্ত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

সিলেট জেলা হুমায়ুন রশীদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ এর পরিচালনায় অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও  দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক মো. আখলাকুল আম্বিয়া, সিলেট জেলা হুমায়ুন রশীদ স্মৃতি পরিষদের সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুবুল আম্বিয়া, হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর যুবলীগ নেতা মো. সিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।