মুক্ত বিহঙ্গ সিলেট বিভাগীয়  কমিটির অভিষেক সম্পন্ন

মুক্ত বিহঙ্গ সিলেট বিভাগীয়  কমিটির অভিষেক সম্পন্ন

আন্তর্জাতিক  সাহিত্য ও সংস্কৃতি  বিষয়ক  সংগঠন মুক্ত বিহঙ্গ সিলেট বিভাগীয় শাখার অভিষেক  ও সংবর্ধনা গত ৩১ জুলাই সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। 

মুক্ত বিহঙ্গ সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক এ কে এম কামারুজ্জামান মাসুমের সঞ্চালনায় সিলেট বিভাগীয় শাখার বিধায়ক অধ্যাপক বিজিত রঞ্জন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সংগীতজ্ঞ হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথির সহধর্মিণী সিলেট বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী অনিতা সিনহা। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত বিহঙ্গ সিলেট বিভাগীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। এর আগে আন্তর্জাতিক কমিটির প্রধান মর্তুজা পলাশ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে জাতীয় কমিটির বিধায়ক কবি আশরাফ উল আলম বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক রোটারিয়ান কবি মাহবুবুল আলম মিলন।

মুক্ত বিহঙ্গ, সিলেট বিভাগীয় কমিটিতে যারা রয়েছেন- প্রধান উপদেষ্টা-অধ্যাপক বিজন কান্তি রায়, উপদেষ্টা- সিলেট বেতারের সংগীত প্রযোজক মো: কুতুব উদ্দীন, সাবেক অধ্যক্ষ কবি সেনুয়ারা আক্তার চিনু, সিলেট  নজরুল সংগীত পরিষদের সাধারণ সম্পাদক সুকোমল সেন, কবি রাহনামা সাব্বির চৌধুরী, শফিকুল ইসলাম স্বপন ও কবি বিনতা দেবী। নির্বাহী সদস্য-সংগীত শিল্পী  সুস্মিতা বৈদ্য ঐশী, মুক্তা পারভীন, শিল্পী কাজী রিফাত, কবি জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপহিত ছিলেন বিধায়ক মন্ডলীর সদস্য বিশিষ্ট বাউল শিল্পী কানাই লাল সরকার। সংগঠনের প্রধান সমন্বয়ক-রোটারিয়ান এ কে এম কামারুজ্জামান মাসুম, যুগ্ম সমন্বয়কারী সংগীত শিল্পী বিস্ময় ভট্টাচার্য দীপ্ত ও কবি লুৎফুর রহমান তারেক। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশেন করা হয়।-বিজ্ঞপ্তি