মাগফিরাতের দশকে গুনাহ না করার প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় ---মাওলানা হাবিবুর রহমান

মাগফিরাতের দশকে গুনাহ না করার প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় ---মাওলানা হাবিবুর রহমান

ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমজান  কোরআন নাযিলের মাস, মুত্তাকি হওয়ার মাস। এ মাসে মহান মা’বুদের পক্ষ থেকে ডেকে ডেকে তার গুনাহগার বান্দাদের ক্ষমা করে দেয়া হয়। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনকে গুনাহমুক্ত করতে পারলে আমরা হতে পারবো মুত্তাকি। আর মুত্তাকি হয়ে গেলে মৃত্যুর পর জান্নাত পেতে কোন অসুবিধা নেই। 

গত রোববার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরস্থ মীরগঞ্জ ইবনেসিনা কালেকশন এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীরগঞ্জ বিজনেস ফোরামের এমডি মাস্টার আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে ও ইবনেসিনা মীরগঞ্জ সেন্টারের ইনচার্জ নজরুল ইসলামের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনেসিনা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার মেজর (অব.) আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন এ.জি.এম. ও হেড অফ বিজনেস এন্ড ডেভেলপমেন্ট মো: ওবায়দুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিস্টেন্ট ম্যানেজার (এডমিন) মো: মাজহারুল ইসলাম মুমিন, মীরগঞ্জ বিজনেস ফোরামের পরিচালক আবুল বাশার রানিক, ভাদেশ্বর মহিলা মাদরাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ মানিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম আহমদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জমির উদ্দিন। উপস্থিত ছিলেন মীরগঞ্জ বিজনেস ফোরামের পরিচালক হাফিজ কাওসার আহমেদ, কবির আহমেদ, মাসুক আহমেদ, ফারুক আহমেদ, আব্দুল মালিক, হাসপাতালের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফয়জুল হক, কনসালটেশন সেন্টারের ডা. দিলওয়ার হোসেন, সিনিয়র মার্কেটিং অফিসার দিলওয়ার হোসেন প্রমুখ।