মুঠোফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি : জিএম কাদের

মুঠোফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি : জিএম কাদের

রয়েল ভিউ ডেস্ক:
রাজনীতিবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মুঠোফোনে আড়িপাতা হচ্ছে—এমন অভিযোগ করে জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিশেষ ব্যক্তিদের টার্গেট করে তাদের ফোনে আড়িপাতা অনৈতিক ও বেআইনি। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা সরকারবিরোধী রাজনীতি করেন, তাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অনুমোদন ছাড়া রেকর্ড করা হয় বলে শোনা যায়।

এসব কাজের যুক্তি ও উদ্দেশ্য কী হতে পারে, প্রশ্ন রেখে তিনি বলেন, যুক্তি হতে পারে, সরকার তাদের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহ বলে মনে করে। তাহলে কি সরকার আর রাষ্ট্র একীভূত হয়ে গেছে? রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এ ধরনের আড়িপাতা, নজরদারি করে হয়রানি করা বিরোধীদের কথা বলা বা স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টি করা। কথা বলা ও মতপ্রকাশের অধিকার সবার জন্মগত অধিকার।

দেশী-বিদেশী গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাচ্ছি, একটি গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আমাদের দেশে ব্যাপকভাবে। সেটা হলো সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবীর স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে। আর এতে ব্যবহৃত হচ্ছে ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস।’