মেঠোসুরের যাত্রাপথে  আনন্দগান কর্মশালা সম্পন্ন

মেঠোসুরের যাত্রাপথে  আনন্দগান কর্মশালা সম্পন্ন

মেঠোসুরের আয়োজনে কলমাকান্দা ও কামাউড়ায় ছয় দিনব্যাপি উদ্বোধনী পর্ব ও কর্মশালা কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২৫ জুন রোববার সম্পন্ন হয়। 
লেখক, সংস্কৃতিজন হেমেন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা আক্তার শিমু, সঙ্গীত শিক্ষক গিরীন্দ্র সরকার, সঙ্গীত শিক্ষক নেপাল তালুকদার, কবি ও গীতিকার আনিসুর রহমান বাবুল, কবি ও কথাসাহিত্যিক বিমান ধর,  উদীচীকর্মী মো: শহীদুল ইসলাম, সংস্কৃতিকর্মী মো. আবুল কাশেম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী অনিল বিশ্বাস।

কলমাকান্দা ও আশেপাশের প্রায় ৭০জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। হাওর সংস্কৃতি ও জীববৈচিত্র্যের নানা বিষয়ে হাওর গবেষক চিত্রশিল্পী সজল কান্তি সরকার এবং ব্রতচারী ও সংগীত বিষয়ে মেঠোসুর সম্পাদক ব্রতচারী বিমান তালুকদার প্রশিক্ষণ প্রদান করেন।
যাত্রাপথে আনন্দগান মেঠোসুর কলমাকান্দার তিনদিনব্যাপী কার্যক্রম ২৭ জুন মঙ্গলবার শেষ হয়েছে। লেখক, সংস্কৃতিজন হেমেন্দ্র তালুকদারের সভাপতিত্বে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কবি বকুল মাস্টারের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার শিমুু। উপস্থিত ছিলেন প্রবীণ ঢপযাত্রা শিল্পী ননীগোপাল সরকার, সংগীত প্রশিক্ষক গিরীন্দ্র সরকার, কবিয়াল বাবুল চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক নেপাল তালুকদার, আবুল কাশেম, উদীচীকর্মী শহীদুল ইসলাম, সাংবাদিক অনিল বিশ্বাস, কবি আনিসুর রহমান বাবুল, কবি ও কথাসাহিত্যিক বিমান ধর, সংস্কৃতিকর্মী সালমা আক্তার, আব্দুল জব্বার প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে ব্রতচারী অভিপ্রদর্শন, কবিতা, গান পরিবেশিত হয়। আলোচনা সমাপনান্তে শিক্ষার্থীদের হাতে সনদ ও কিছু বই তুলে দেয়া হয়। 
কলমাকান্দা শিল্পকলা একাডেমি ও জনতা কালচারাল একাডেমির সহযোগিতায় কর্মশালাটি সম্পন্ন হয়।
দ্বিতীয় পর্বে যাত্রাপথে আনন্দগান, মেঠোসুরের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ৩০ জুন শুক্রবার কামাউড়া গ্রামের বনমালী তালুকদারের বাড়িতে অনুষ্ঠিত হয়। ফ্রি-ল্যান্স সাংবাদিক বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অব. শিক্ষক নরেশ চন্দ্র তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মিনতী রাণী তালুকদার, ধামাইল শিল্পী মনসা রাণী তালুকদার, সাধনা চক্রবর্ত্তী, ধামাইল শিল্পী মিলন রাণী সরকার, সিলেটের লেখক ও সাংস্কৃতিককর্মী বিমান ধর। 
মেঠোসুর সম্পাদক ব্রতচারী বিমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখে উত্তম সরকার, দীপ চৌধুরী, রাত্রী তালুকদার প্রমুখ।  
শিশু শিল্পীদের হাতে বেশ কিছু মূল্যবান বই পুরস্কার স্বরূপ তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ব্রতচারী সংগীত ও ধামাইল পরিবেশন করে গ্রামের প্রশিক্ষিত শিশু শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্তি