মণ্ডপে হামলা হলে কঠোর ব্যবস্থা : কাদের

মণ্ডপে হামলা হলে কঠোর ব্যবস্থা : কাদের
ফাইল ছবি

রয়েল ভিউ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পূজা মণ্ডপে-মন্দিরে যারা হামলা করে তারা দুর্বৃত্ত। যেই হোক না কেন তাদের কঠোর শাস্তি দিতে হবে। যারা মন্দিরে হামলা করে তাদের ক্ষমা নেই। তাদের বিচারের সম্মুখীন করতেই হবে।

আজ রোববার রাজধানীর রামকৃষ্ণ মিশন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে যদি কেউ সহিংসতার আশ্রয় নেয় তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে যে কোনো সহিংসতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও সক্রিয় অবস্থানে আছে বলে জানান তিনি।

কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা করে তারা ভারত সরকারকে জানিয়ে দিতে চায় আওয়ামী লীগ হামলা করেছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।

পরে রমনা কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে শেখ হাসিনার সরকার ১৩ বছরে পড়েছে। মাঝেমধ্যে দুর্গাপূজা দুর্বৃত্তদের দ্বারা টার্গেট হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নোয়াখালীর চৌমুহনীতে, কুমিল্লা শহরে, রংপুরে হামলার ঘটনা ঘটেছে।

হিন্দুদের মন্দির টার্গেট করে হামলা করা হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এর মধ্যে চৌমুহনীতে বীভৎস অবস্থা দেখা গেছে। সেখানে হিন্দু ভাইবোনদের অনেকে মারাও গেছেন।

বাড়িঘর দখলের উদ্দেশ্যেই হামলা করা হয় উল্লেখ করে কাদের বলেন, এসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে, জমি দখল করে; যেটা এত বছর হলো না। এত শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগও সতর্ক রয়েছে।

বিরোধীদলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আশা করি দুর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব হিসেবে পালিত হবে। এই কয়টা দিন সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব। এটা শুধু আওয়ামী লীগ নয়, সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না।

হিন্দুদের উৎসব পালনে মুসলিমদের সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্য এটাই ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দুর্বৃত্তপনা করে তাহলে ছাড় দেওয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।