মণিপুরী কবি পদ্মমনি দেবীর কাব্যগ্রন্থ  ‘ইমাগী খুয়ায়াদা’র মোড়ক উন্মোচন

মণিপুরী কবি পদ্মমনি দেবীর কাব্যগ্রন্থ  ‘ইমাগী খুয়ায়াদা’র মোড়ক উন্মোচন


বাংলাদেশে মণিপুরী ভাষায় প্রথম নারী কবি এল পদ্মামনি দেবী কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ইমাগী খুয়াখাদা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত প্রকাশনা উৎসবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ২০১৮ সালে মারা যান কবি পদ্মামনি দেবী। মৃত্যুর চার বছর পর তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
 
কবিপুত্র এল নন্দলাল সিংহের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাহিত্য একাডেমির মণিপুরী ল্যাঙ্গুয়েজ বোর্ডের সদস্য এল বীরমঙ্গল সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা বাণী প্রকাশনীর কর্ণধার রঘুনাথ সরকার, ত্রিপুরার বিশিষ্ট লেখক ড. আশিষ কুমার বৈদ্য ও বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী।

জয়শ্রী দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. সাজ্জাদুল হক স্বপন, নাট্য ব্যক্তিত্ব উত্তম সিংহ রতন, কবি তনয়া ডা. বাবলী দেবী, সংস্কৃতি কর্মী রীমা দাস, মিনতি দেবী প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি