মাদানী (র.) ছিলেন বৃটিশ খেদাও আন্দোলনের আপসহীন সেনাপতি

মাদানী (র.) ছিলেন বৃটিশ খেদাও আন্দোলনের আপসহীন সেনাপতি

সোলেমান হলে সেমিনারে বক্তারা

সিলেটে শায়খুল ইসলাম সেমিনার সম্পন্ন হয়েছে। বিশ্ব বরেণ্য আলেম, প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ আল্লামা হোসাইন আহমদ মদনী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন-শায়খুল ইসলাম মাওলানা মাদানী (রহ.) ছিলেন একজন ধীমান আলেম, প্রাজ্ঞ মুহাদ্দিস। তার সবচেয়ে বড় অর্জন ছিল তিনি এ উপমহাদেশ তথা ভারতবর্ষ থেকে বৃটিশ বিতাড়নে আজন্ম লড়াই করেছেন, তিনি বৃটিশ খেদাও আন্দোলনের আপসহীন সেনাপতি।
কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের আহবানে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি, বরেণ্য আলেম মাওলানা শায়খ শফিকুল হক সুরইঘাটী, কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছব্বীর এতে যৌথভাবে সভাপতিত্ব করেন। 
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, ভারতীয় উপমহাদেশে মাওলানা মাদানী দেশ-জাতির জন্য জীবন উৎসর্গকারী বিরল দৃষ্টান্ত। দিনের পর দিন ইংরেজ বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে নেতৃত্ব দিয়ে গেছেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী । 
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুফতি এবাদুর রহমান কাসিমী, মাওলানা মাসউদ আজহার, মাওলানা নাজিম উদ্দীন ও মাওলানা বাহাউদ্দীন বাহারের যৌথ পরিচালনায় সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, কেন্দ্রীয় সদস্য নূর আহমদ কাসেমী, শায়খ সাইফুল্লাহ, ইয়াহইয়া খান, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মাহবুব শিরাজী, ডক্টর মাওলানা জিয়াউর রহমান। 
উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল হাই, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা সিকন্দর আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সোহেল আহমদ, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সহসভাপতি মুফতি জামাল উদ্দীন হক্কানি, মাওলানা কবির আহমদ, মাওলানা রেজাউল কারীম। পর্যায়ক্রমে ছাত্র ও যুব জমিয়ত নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা জাকির হোসেন, শাহিদ হাতিমী, মাওলানা লুকমান হাকিম, মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি