মাধবপুরে নদীপাড় ও ইজারা ভুক্ত নয় জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন

মাধবপুরে নদীপাড় ও ইজারা ভুক্ত নয় জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন
ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের নদীর পাড়  এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ভারি যানবাহনযোগে পাচারের ফলে গ্রামীণ রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কাউকে পাত্তা দিচ্ছে না।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি ষ্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, বহরা ইউপির কোন অংশ বালু মহাল হিসেবে ইজারা ভুক্ত নয়। অথচ অবৈধ বালু ব্যবসায়ীদের কবলে আখালিয়া সোনাই নদীর ব্রীজ, নদী, নদীর পাড়ের বালি ইঞ্জিন চালিত মাটি ও বালিবাহী নৌকা ব্যবহার করে পাচারে লিপ্ত একটি শক্তিশালী টিম। বালি ও মাটি ব্যবসায়ীদের কবলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা। এলজিইডি বাস্তবায়িত প্রতিটি রাস্তাই ভারী ট্রাক্টর/ড্রাম ট্রাক চলাচলে ফেটে/ দেবে যাওয়ায় বৃষ্টির পানি প্রবেশ করে অতি অল্প দিনেই শেষ হয়ে যাচ্ছে। জরুরী ব্যবস্থা গ্রহণ না করলে নদীর পাড়সহ রেলওয়ে ব্রীজের  ক্ষতির আশংকা রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, কেউ যদি ইজারার এলাকার বাইরে বালু উত্তোলন করে তার বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি ইউএনও’র নেত্বৃত্বে সোনাই নদীর কয়েকটি এলাকা নির্ধারণ করে বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়।