মাধবপুরে বীর নিবাস নিয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন 

মাধবপুরে বীর নিবাস নিয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন 

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ বিষয়ে ভূমি জটিলতা নিয়ে মাধবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। শনিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বীর নিবাসের সার্বিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ২য় পর্যায়ে মাধবপুর উপজেলায় ৪৩টি ঘরের দরপত্র আহŸান করা হয়েছিল। ৭টি প্যাকেজে ৪৩টি ঘর নির্মাণের জন্য ৪ জন ঠিকাদার কাজ শুরু করেছে। কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও জাতির বীর সন্তানদের ঘর নির্মাণ সম্পন্ন করে দেয়ার জন্য অনুরোধ জানান তিনি। 
বীর নিবাস তৈরীর জন্য বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই যে জায়গার দাগ খতিয়ান দিয়ে ঘরের অনুমোদন নিয়েছিলেন অনেকেরই সেই জায়গা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অনেক ভূমি নিচু এবং এখনই ঘর নির্মাণের উপযোগী না হওয়ায় নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে অচিরেই তদন্ত কমিটি গঠন করে এর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন।