মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা 

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা 

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর বাজারে  গোডাউনে তেল মজুত ,রেখে বিক্রি না করায়  ও অতিরিক্ত দামে  বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত ২ ব্যবসায়ীর কাছ থেকে  ১লাখ ২০  টাকা জরিমানা  আদায় করা হয়েছে। এছাড়া   গোডাউনে পাওয়া  তেল প্রকাশ্য গায়ের মুল্যে  পুলিশ পাহারায় ভোক্তাদের মাঝে বিক্রি করতে বাধ্য করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট  শেখ মঈনুল ইসলাম মঈন  বোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তীর তেলের ডিলার মেসার্স  অজিত কুমার পাল কে গোডাউনে তেল মজুত রেখে কৃত্তিম সংকট সৃষ্টি করে বেশী দামে বিক্রির অভিযোগে  ১লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া সুনিল ষ্টোর কে  ২০হাজার টাকার জরিমানা  আদায় করা হয়।

 পুলিশ ও আনসারের সহয়োগিতায়  গোডাউনে পাওয়া মজুদ রাখা তেল প্রকাশ্য গায়ে নির্ধারিত মুল্য বিক্রি করতে বাধ্য করা হয়। গায়ে মুল্যে তেল কিনতে  মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ঈদ সামনে রেখে তেলের চাহিদা বেড়ে যায়। এসুযোগে এক শ্রেণীর ভোজ্যতেল ব্যবসায়ী তেল মুজুত রেখে কৃত্তিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুল্য আদায় করে  আসছে।গত কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি বোতলজাত তেল  গায়ের লেখা দর  থেকে ৪০/ ৫০ টাকা বেশী   দরে ক্রয় করতে বাধ্য হচ্ছে।   নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান  অনেক তেলের ডিলার   তেল মজুত রেখে সংকট সৃষ্টি করে  অতিরিক্ত দাম নেয় তেলের সঙ্গে  কোম্পানীর অন্য  পূণ্য  আনতে বাধ্য করা হয়।  একারণে বাধ্য হয়েই অতিরিক্ত দামে তেল বিক্রি করতে হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম  সত্যতা নিশ্চিত জানান,  কেউ যাতে  মজুত করে বাজারে সংকট সৃষ্ট না করে এজন্য সর্তক করা হয়েছে। মুল্য তালিকা সাটানোর জন্য ব্যবসায়ীদের  নির্দেশনা দেয়া হয়েছে।

ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য অভিযান অব্যাহত রাখা হবে।