মাধবপুরে শীত ও ঘন কুয়াশায় বীজতলা নিয়ে কৃষকরা হতাশায়

মাধবপুরে শীত ও ঘন কুয়াশায় বীজতলা নিয়ে কৃষকরা হতাশায়

মাধবপুর(হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : পৌষ মাসের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে হবিগঞ্জের মাধবপুরে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। তীব্র শীত আরো কয়েকদিন অব্যাহত থাকলে বীজতলায় আরো অনেক ক্ষতি হবে। এ নিয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। 

বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা, সকালে বীজতলায় নলকূপের গরম পানি দেয়া এবং সন্ধ্যার আগে বীজতলার পানি নিষ্কাশন করে শুকিয়ে রাখাসহ নানা পরামর্শ দিয়ে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। 
বুল্লা গ্রামের কৃষক শেখ রাসেল জানান, এক সপ্তাহ আগে বীজতলার চারা খুব সুন্দর ছিল। কিন্তু বৈরি আবহাওয়া ও তীব্র শীত ঘন কুয়াশার কারণে চারা গাছ হলুদ ও সাদা হয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে রোদের কোন দেখা মিলছেনা। একারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন বোরো ধান রোপণের ভরা মৌসুম কিন্তু অতি ঠান্ডার কারণে বীজতলা নষ্ট হয়ে বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে। 
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, মাধবপুরে ১১ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নিয়ে ৫৬ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে  বীজতলা যাতে নষ্ট না হতে পারে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শের পাশাপাশি লিফলেট বিতরণ করা হচ্ছে। কৃষি বিভাগের পদ্ধতি অনুসরণ করলে কৃষকের বীজতলা তেমন নষ্ট হবেনা।