মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে  ভারত যাওয়ার সময় ৪জন আটক

মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে  ভারত যাওয়ার সময় ৪জন আটক

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার  হরিনখোলা  সীমান্ত দিয়ে অবৈধ ভাবে  ভারত যাওয়ার পথে  ৪ বাংলাদেশী কে  আটক করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবি,র একটি টহল দল মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার  শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে প্রদীপ চন্দ্র দাস (৩৭) একই উপজেলার হবিবপুর গ্রামের দুঃখ লাল দাসের ছেলে রাজু চন্দ্র দাস( ২৩) অধির চন্দ্র দাসের ছেলে  অবিনাশ চন্দ্র দাস( ২৩) ও মাধবপুর উপজেলার হরিনখোলা গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে  সেলিম মিয়া( ৪৪)মঙ্গলবার সকালে  ধৃতদের  মাধবপুর থানার সোপর্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধিনায়ক  লেঃ কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান  হরিনখোলা সীমান্ত ফাড়ির  একদল জোয়ান টহলরত অবস্হায় জানতে পারে   হরিনখোলা ১৯৮৬ মেইন পিলারের নিকট দিয়ে  একদল বাংলাদেশী  নাগরিক পাসপোট ব্যতিত সীমান্ত অতিক্রম করে অবৈধ ভাবে ভারতে  প্রবেশের চেষ্টা করছে। গোপন সংবাদের খবরে  বাংলাদেশের অভ্যন্তরে  সীমান্ত থেকে ৪শ গজ ভিতরে  অভিযান চালিয়ে  উল্লেখিত ৪ ব্যক্তিকে  টহল বিজিবি আটক করে।হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি হরিনখোলা সীমান্ত ফাড়ির হাবিলদার মোঃ জামাল সরকার বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা  দায়ের করেন।