মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  সহকারি শিক্ষক সমিতি’র মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  সহকারি শিক্ষক সমিতি’র মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি সিলেট ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি গত শনিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি সিলেটের সভাপতি মো. সমশের আলী।

সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি আ.ক.ম. আব্দুজ জাহির এর সভাপতিত্বে ও সিলেটের সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগরের সহ সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন অমিতোষ কুমার মন্ডল।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বঙ্গবীর এম.এ.জি ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান, সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি মো. লুৎফুর রহমান চৌধুরী, সহ সভাপতি জহুরা বেগম, সহ সম্পাদক জোছনা বেগম ও মো. আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মিয়া মিলন ও আব্দুর রউফ, প্রচার সম্পাদক বদরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক পিয়া রায়, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, সদর উপজেলা সভাপতি শিশির কান্তি দেবনাথ, সাধারণ মোস্তাক আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি আলী আমজদ ভুইয়া, সহ সভাপতি শাহজাহান জামিল, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক তারক চন্দ্র সরকার, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক সংগীত চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইবুল ইসলাম, শিক্ষক সৈয়দ নুরুল হাফিজ, ফরিদ, উদ্দিন উদ্দিন, জীবন কৃষ্ণ সরকার প্রমুখ।-বিজ্ঞপ্তি