মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০

মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০

রয়েল ভিউ ডেস্ক:
মন্টিনিগ্রোর সেতিনজে শহরে পারিবারিক বিরোধের জেরে বন্দুকধারীর গুলিবর্ষণে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ওই গুলিবর্ষণের ঘটনা সংঘটিত হয়।

শনিবার বিবিসির প্রতিবেদন অনুসারে, মন্টিনিগ্রোর সরকারি কর্মকর্তারা বলেছেন যে ওই বন্দুকধারী পথচারীদের লক্ষ্য করে গুলি করার আগে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছিল।

সম্পর্কিত খবর :

কে হচ্ছেন নতুন আইজিপি

‘বেহেশতে আছি’র ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে সাংবাদিক আব্দুল বাছিত খানকে কুপিয়ে জখম করেছে...

এ বিষয়ে দেশটির প্রসিকিউটর আন্দ্রিজানা নাস্টিক সাংবাদিকদের বলেন, ‘বন্দুকধারীর বাড়িতে থাকা একজন মা ও তার দু’সন্তানকে হত্যা করা হয়েছে।’

ওই বন্দুকধারী হত্যাকাণ্ড চালানোর সময় আরেক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন। এর মাধ্যমে সমাপ্ত হয় ওই ভয়ঙ্কর হামলা।

মন্টিনিগ্রোর সরকারি কর্মকর্তারা বলেন, ‘বন্দুকধারী তার বাড়িতে থাকা একই পরিবারের তিন সদস্যকে হত্যা করার পর বাইরে বের হন। এরপর ৩৪ বছর বয়সী ওই বন্দুকধারী সাতজন স্থানীয় বাসিন্দাকে গুলি করে হত্যা করেন।’

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রিজানা নাস্টিক বলেন, আপাতত এটা পরিষ্কার নয় যে কে এমন জঘন্য কাজ করতে এ বন্দুকধারীকে প্ররোচিত করেছিল। এ ঘৃণ্য হত্যাকাণ্ড চালাতে গিয়ে সে নিজেও নিহত হয়েছে।

এ গুলিবর্ষণের ঘটনায় আরও ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ বলেছেন, এ মর্মান্তিক ঘটনার পর সরকার তিন দিনের শোক ঘোষণা করছে।

তিনি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি মন্টিনিগ্রোর সমস্ত নাগরিককে নির্দোষ ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’