মোবাইল পাঠাগার’র ৭৯৪ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

মোবাইল পাঠাগার’র ৭৯৪ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সিলেট মোবাইল পাঠাগারের ৭৯৪তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গত ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার কবির আশরাফ ও কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।
সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, গীতিকার বাহা উদ্দিন বাহার, ভাবলু আহমদ, আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ঔপন্যাসিক সিরাজুল হক বলেন বলেন, ‘লেখকরা সুন্দর সমাজ বিনির্মানে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের লেখায় সত্য সুন্দর ও প্রকৃতির কথা ওঠে আসে।’ বিজ্ঞপ্তি