মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ  বাছাইয়ে দ্বিতীয় পর্বে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ  বাছাইয়ে দ্বিতীয় পর্বে বাংলাদেশ

রয়েল ভিউ ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বের টিকিট পেল বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে গতকালের ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালদ্বীপ। কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে গোলের দেখা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। গোল করে দলকে এগিয়ে দেন রাকিব হোসেন। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে মালদ্বীপ।

বেশ কিছু আক্রমণ করে তারা। ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে দ্বীপরাষ্ট্রটি। আইসাম ইব্রাহিমের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দু'দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের করা গোলে ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে পিছিয়ে পড়ে চড়াও হয়ে খেলতে থাকে মালদ্বীপ। তবে ম্যাচের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার সোহেল রানা। দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। দশজনের দলকে পেয়ে আরও আক্রমণাতœক হয়ে খেলতে থাকে মালদ্বীপ। একের পর আক্রমণ করেও গোল করতে পারেনি মালদ্বীপ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।