মৌলভীবাজারে এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারে এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপদেষ্টা ড. কবিরুল বাশার। 

প্রধান আলোচক ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ডেঙ্গুর জীবাণু আসে এডিস মশার মাধ্যমে। বাসা-বাড়িতে পানি জমে এই মশার বংশ বিস্তার ঘটে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে মশা জন্মানোর সুযোগ বেশি থাকে। এতে আতঙ্ক নয়, সতর্ক ও সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। 
মতবিনিময় সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন নানা শ্রেণি পেশার মানুষ।