মৌলভীবাজারে জনসচেতনতামূলক  প্রচারণা ও কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে জনসচেতনতামূলক  প্রচারণা ও কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে সৈয়দ শাহ মোস্তফা কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কলেজ অধ্যক্ষ মো. মুসফিকুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আক্তার হোসেন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মশাহিদ আহমদ, হোসাইন আহমদ ও কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী মন্ত্রণালয়, বিএমইটি, কল্যাণ বোর্ড, বোয়েসেল এবং ডেমোর সার্বিক কার্যাবলি সম্পর্কে অবহিত করা হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কলেজ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।