মৌলভীবাজার পৌরসভার  ১৫৪ কোটি ৫৭ লাখ টাকার  বাজেট ঘোষণা 

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা :
বৈশ্বিক মহামারী ও লকডাউন পরিস্থিতির মধ্য দিয়েই ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে মৌলভীবাজার পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে ১৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা’র বাজেট ঘোষণা করা হয়। 

এই অর্থবছরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন মেরামত এবং সৌন্দর্য্য বৃদ্ধি করণে গুরুত্ব দেয়া হবে বলে জানান মেয়র। তৈরি করা হবে ফুলেল শহর। এছাড়াও. বেরি লেক সংস্কার ও সৌন্দর্য্য বৃদ্ধিকরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, এডভোকেট পার্থ সারথী পাল, সালেহ আহমদ পাপ্পু, আনিসুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, সহকারি প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মালিক, উপ-সহকারী প্রকৌশলী (বিদুৎ) রণধীর রায় কানু ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুমিন (সিভিল) প্রমুখ।#