মৌলভীবাজারের জুড়ীতে এক কেন্দ্রে রাতেই ব্যালটে সিলের অভিযোগ

মৌলভীবাজারের জুড়ীতে এক কেন্দ্রে রাতেই ব্যালটে সিলের অভিযোগ

রয়েল ভিউ ডেস্ক :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক কেন্দ্রে রাতেই ব্যালটে সিল দেওয়ার অভিযেগ পাওয়া গেছে। সাগরনাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০ ব্যালটে সিল দেওয়া হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা ছিল। কিন্তু এই কেন্দ্রে সকালে ভোট শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০ জাল ভোট ধরা পড়ে। এ ঘটনার পর সঠিক সময়ে ভোট শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝতায় ১ ঘন্টা পর ভোট শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন বলেন, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিজাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিঁড়ে ফেলা হয়। 

ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে ভোট শুরু হয়েছে ১ ঘন্টা পর।