মুশফিক-লিটনের ব্যাটে লিডের পথে বাংলাদেশ

মুশফিক-লিটনের ব্যাটে লিডের পথে বাংলাদেশ

রয়েল ভিউ ডেস্ক:
মুশফিকুর রহিম ও লিটন দাসের ধৈর্যশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লিডের পথে বাংলাদেশ। দুজনে গড়েছেন ১৬৫ রানের জুটি। সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে এই দুই ব্যাটার।

চতুর্থ দিনের প্রথম সেশনে ‍আধিপত্য দেখিয়েছে টাইগাররা। বাংলাদেশ পিছিয়ে আছে এখনো ১২ রানে। অন্যদিকে আর ১২ রান করলেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পাবেন লিটন।

মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ১৮৮ বলে ১০ চারে ৮৮ রান করেছেন বাংলাদেশি উইকেটরক্ষক। আগেরদিন ১২তম টেস্ট ফিফটি পান তিনি। ৫৪ রানে দিন শুরু করেন লিটন।

অন্যদিকে অষ্টম টেস্ট সেঞ্চুরির সামনে মুশফিক। তার দরকার আর ১৫ রান। ২২২ বলে মাত্র ৩ চারে ৮৫ রানে অপরাজিত আছেন তিনি। ৫৩ রানে দিন শুরু করেন মুশফিক। আগেরদিন পান ২৬তম টেস্ট ফিফটি।

চতুর্থদিন এসে একটি রেকর্ডও গড়ছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের  মাইলফলকে পা রাখেন তিনি। 

মধ্যাহ্নভোজে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৮৫ রান করেছে বাংলাদেশ। ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকেরা। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ সুবাদে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান।