মাসুদ রানা’র স্রষ্টা কাজী দা আর নেই

মাসুদ রানা’র স্রষ্টা কাজী দা আর নেই

রয়েল ভিউ ডেস্ক :

লেখক, অনুবাদক, প্রকাশক এবং মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। কিছুক্ষণ আগে তার কন্যা মাসুমা মাইমুর এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৮৫ বছর।

২০২১ সালের ৩১ অক্টোবর তার প্রোস্টেট ক্যান্সিার ধরা পরে। এর পরে বেশ কয়েকবার তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে খুব একটা চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন কন্যা মাসুমা মায়মুর। এরপর হঠাৎ করে ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক করায় পুনরায় হাসপাতালে ভর্তি হন। গত ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন সবার প্রিয় কাজীদা।

তার ছেলে কাজী শাহনূর হোসেন জানান, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। একদিন আগেও তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়। উনাকে কেবিনে শিফট করা যাবে বলেও চিকিৎসকরা জানান।

কাজী আনোয়ার হোসেনের জন্ম ১৯৩৬ সালে। বাবা বিখ্যাত লেখক, বৈজ্ঞানিক, দাবা খেলোয়ার কাজী মোতাহার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ করার পর তিনি বাবার কাছে একটি প্রেস উপহার হিসেবে চেয়ে নেন। ৬০ দশকে সেবা প্রকাশণী নামের প্রকাশনা সংস্থার মাধ্যমে বাংলা সাহিত্যে ঝড় তুলে দেন। প্রকাশ করেন বাংলা গোয়েন্দা মিরিজ মাসুদ রানা এবং কুয়াশা। পরবর্তীতে বিশ্ব সাহিত্যের সেরা কাজগুলো অনুবাদ হিসেবে প্রকাশ শুরু হয় সেবা থেকে।

সেগুন বাগিচার সংক্ষেপ হিসেবে সেবার শুরু হলেও পরে তা শুধু সেবা হিসেবেই পরিচিত পায়। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী প্রকাশনী পুড়িয়ে দেয়। সেবা প্রকাশণীতে শুরুতে মাত্র চারজন লেখকেরই বই প্রকাশ হতো যার মধ্যে কাজীদাই লিখতেন তিনটি ছদ্মনামে। এ ছড়া পরবর্তীতে শেখ আব্দুল হাকিম, রকিব হাসান, নিয়াজ মোরশেদ, খসরু চৌধুরী, টিপু কিবরিয়াসহ বেশ কয়েকজন লেখক তৈরি করে যারা এখনো দেশ বরেণ্য লেখক হিসেবে পরিচিত।